শোবিজ ডেস্ক :ক্ষুদে মডেল অতিথি ইশরাতের আজ বারো তম জন্মদিন। পরিবারের কনিষ্ঠ কন্যা অতিথি। পি.বি মডার্ন চাইল্ড স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। অতিথির অভিনয় জগৎ এর শুরুটা হয়েছিল বিজ্ঞাপনের মডেল হয়ে। শিশু অভিনেত্রী ও মডেল অতিথি ইশরাত কাজ করেছে বিভিন্ন নামি-দামি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও পণ্যের মডেলে এবং অভিনয় করেছে বেশ কিছু নাটক এবং ওয়েব সিরিজে। পাশাপাশি ফটো শুটের মডেল হয়েছে মোমেন্টস,নবরূপা,কিডস ফ্যাশন হাউস,প্রাণ-আরএফএল, প্রাণ পটেটো ক্র্যাকার্স, নিউসেলা ইত্যাদি ব্যান্ডের। অতিথির প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর টিভিসি ‘ভিম বাংলাদেশ’ প্রথম কাজটি করার পরই তার অনেক অফার আসতে থাকে। তবে সে ঢালাওভাবে সব কাজে সাড়া দেয় না। স্ক্রিপ্ট পড়ে,চরিত্র দেখে তারপর পছন্দ হলেই সে কেবল কাজ করে। শিহাব শাহীন পরিচালিত জনপ্রিয় ওয়েব সিরিজ 14 ই আগস্টে অতিথি শতাব্দী ওয়াদুদের মেয়ের চরিত্রে অভিনয় করেছিল, এছাড়াও সোনালী রোদ্দুর , শেকল ভাঙার দিনে, আমি একজন ভদ্রলোক, প্রিয় প্রতিবেশী, ডার্লিং পয়েন্ট ইত্যাদি নাটকে অভিনয় করেছে আসন্ন ঈদুল আজহায় অতিথি অভিনীত চারটি নাটক আসছে আবু হায়াত মাহমুদের পরিচালনায় গল্পেরা কথা কয় সিরিজের নাটক টিয়া পাখি এখানে অতিথি রাফিয়াত রশিদ মিথিলার সাথে অভিনয় করেছে, নাটক কাটুস কুটুস কাঠবিড়ালি এ নাটকে অতিথির সহ অভিনেতা অভিনেত্রী ছিলেন তমা মির্জা ও ইমন । নাটক আমি তুমি এবং সময় নাদিয়া আহমেদ ,ডলি জহুর এর সাথে পর্দা শেয়ার করেছে। অতিথি টিবিসি ওবিসি এ পর্যন্ত অনেক গুলো করেছে তার মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছিল বাংলাদেশের পঞ্চাশ বছর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ইউএন ডিপির একটি ওভিসি। যেটা অনেক সাড়া পেয়েছিল এবং সবাই অতিথির প্রশংসাও করেছিল।