আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের এর যুব সংগঠন লিও ক্লাবস এর কেন্দ্রীয় কমিটির ২০২১-২২ বর্ষের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ফেনীর মেয়ে লিও শারমিন জুয়াইরিয়া জাহিদ ইনা (ঢাকা মতিঝিল অর্কিড লিও ক্লাব) ও সহ সভাপতি হয়েছে ফেনীর ছেলে লিও মীর হোসেন মাসুদ (ঢাকা মেভ্রিক্স লিও ক্লাব) ।
বুধবার সন্ধ্যায় রাজধানীর আগাঁরগাওস্থ বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়াম এ লায়ন জেলা ৩১৫ বি ২ এর থ্যাংকস গিভিং সিরোমনি ও হার্টি ওয়েলকাম অনুষ্ঠানে নতুন কেবিনেট ঘোষণা দেন জেলা গভর্নর এ টি এম নজরুল ইসলাম এম যে এফ। উক্ত কেবিনেটের সেক্রেটারী হিসেবে লিও মানিক হোসাইন (ঢাকা ব্লুজ লিও ক্লাব) ও ট্রেজারার হিসেবে লিও সুলতানা সামিয়া (ঢাকা মিডভ্যালী লিও ক্লাব) নির্বাচিত হয়েছেন।
নতুন কেবিনেট ২০২১-২২ লিও বর্ষে জেলার দায়িত্ব পালন করবেন।