রিফাত রাহুল খাঁন :ঈদকে সামনে রেখে “ক্ষণিকের প্রেম” নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন এবং শহিদুজ্জামান রাসেল। এ গানটি নির্মাণ করেছেন নির্মাতা মোহন ইসলাম৷ রাজধানীর ৩০০ ফিট এলাকায় চিত্রায়ণ করা হয়েছে। ঈদে এটি যেকোন একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত করা হবে। এ প্রসঙ্গে শাকিলা পারভীন জানান; স্যাড রোমান্টিক গল্পের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মন ছুঁয়ে যাবে আশাবাদী। কাজটি অত্যন্ত যত্নসহকারে সম্পন্ন। করেছি । উল্লেখ্য ;রাসেল – শাকিলা জুঁটির ২০১৮ সালে প্রকাশ পাওয়া শিল্পী মাহদি সুলতানের গাওয়া ” তোর মন পাড়ায়” গানচিত্রটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছিল।