শোবিজ ডেস্ক :তরুণ প্রজন্মের ব্যস্ততম কণ্ঠশিল্পী তরিক মৃধা। এশিয়ান টিভির জনপ্রিয় গানের অনুষ্ঠান ওয়ালটন নিবেদন “এশিয়ান মিউজিক অনুষ্ঠানে গাইবেন তিনি৷ তার সঙ্গে আরও গান গাইবেন কণ্ঠশিল্পী সূচনা শেলী। অনুষ্ঠানটি প্রসঙ্গে তরিক মৃধা জানান; অনুষ্ঠানটি বেশ ভালো লাগার অনুষ্ঠান। অনুষ্ঠানে সবগুলো ফোক গান করবো। আশা করবো; অনুষ্ঠানটি এশিয়ান টিভির নিয়মিত দর্শকদের ভালো লাগবে। অনুষ্ঠানটি আজ রাত ১১ঃ০০ টায় এশিয়ান টিভিতে প্রচারিত হবে ।