শোবিজ ডেস্ক :২০১৯ সালে সৌভাগ্য হয়েছিলো আরটিভি মিউজিকের “ইগলু ফোক স্টেশন” সিজন ১ -এ গাওয়ার।মোট ছয়টি গান গেয়েছিলাম, তাঁর মধ্যেরই একটি গান এক কোটির মাইলফলক অতিক্রম করলো, (আলহামদুলিল্লাহ) বাকি পাঁচটি গানের প্রত্যেকটির ভিউ এক মিলিয়নের উপরে,কোনোটা এক মিলিয়ন আবার কোনোটা তিন থেকে চার মিলিয়ন এরও ওপরে!
ফোক গানগুলো মানুষ এভাবে শুনে বা পছন্দ করে এটা অনেক ভালো লাগার আমরা যারা লোক গান গাই তাদের জন্য!
পরবর্তীতে “ফোক ষ্টেশন” সিজন -২ তেও গেয়েছি। আমি সিজন -২ তে গেয়েছি মোট দুইটা গান তাঁর মধ্যে একটি গান প্রায় এক মিলিয়নের কাছে কয়েক মাসের মধ্যেই,গানটির শিরোনাম হলো “পান দিলে পান খাইও না”
আরও একটি চট্টগ্রাম অঞ্চলের গান “রঙ্গিলা মাঝিরে”
ঈদ উপলক্ষে আমার দুইটা মৌলিক গান রিলিজ হচ্ছে তাঁর মধ্যে একটি মেহেদি হাসান তামজিদের কথা সুর ও সংগীতায়জনে ” একুল ওকুল” শিরোনামের যেইটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকেই রিলিজ হবে।অন্যটি রবিউল ইসলাম জীবন ভাইয়ের লিখা এবং সুর সংগীত মার্সেল ভাইয়ের ।