শিল্পীদের সব পুরোনো দিনের বাংলা গান দিয়ে সাজানো বৈশাখী টিভি এর”গোন্ডেন সং” অনুষ্ঠানে গেয়েছেন এ সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী মৌমিতা বড়ুয়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন উপস্থাপিকা সানজিদা তন্বী।অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে আজ রাত ৮.০০টায়, বৈশাখীর পর্দায়। আশা করি দর্শকের খুব সুন্দর কিছু সময় উপহার দিবেন গুনি এই শিল্পী। অনুষ্ঠানটির স্পন্সর তিব্বত লাক্সারি সোপ। এ প্রসঙ্গে মৌমিতা বড়ুয়া জানান; বেশ যত্নসহকারে গানগুলো গাইবো। আশা করবো দর্শকদের ভালো লাগবে।
আজ রাতে বৈশাখী টিভিতে ” গোল্ডেন সং” অনুষ্ঠানে গাইবেন মৌমিতা বড়ুয়া
সম্পর্কিত পোস্ট