ঘরবিহীন পরিবারকে ঘর তোলার টাকা ও দরিদ্র মানুষের হাতে রিক্সা তুলে দিল ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন

ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন (YBCF) বরাবরই বাংলাদেশের ঐতিহ্য , সংস্কৃতি ও মানব কল্যানের জন্য কাজ করে আসছে। ইয়ুথ বাংলার প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ এর নেতৃত্বে আজ আবারও নতুন ২টি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
১/ YBCF স্বাবলম্বন- একজন হতো দরিদ্র মানুষের হাতে একটি রিক্সা তুলে দিয়েছেন।নাম- আহ্সান উল্লাহ। বাড়ী- বোড়নকড়া, পদুয়া, চৌদ্দগ্রাম।
২/ YBCF স্বপ্নকুটির- একটি ঘরবিহীন পরিবারকে ঘর তোলার টাকা দিয়েছেন । নাম- মো: হানিফ।
বাড়ী- নোয়াখালী, কবিরহাট।
এই সময় উপস্হিত ছিলেন ইয়ুথ বাংলার প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ , উপদেষ্টা মন্ডলীর সদস্য অগ্রজ ও গুনীজন দিলারা জামান, উপদেষ্টা শর্মিলী আহমেদ, উপদেষ্টা শওকত হোসেন,সভাপতি মুনা চৌধুরী, সহ সভাপতি শিমুল মুস্তাফা, সাধারন সম্পাদক আমান রেজা , যুগ্ন সাধারন সম্পাদক ফারজানা রওশন, সাংগঠনিক সম্পাদক সামিয়া আফরিন,সাংগঠনিক সম্পাদক মাসুদা বিজলী, সাংগঠনিক সম্পাদক শিপন মিত্র, দপ্তর সম্পাদক তাসলিমা ঝুমুর ও সহ দপ্তর সম্পাদক মিলন হোসেন উপস্হিত ছিলেন।
ইয়ুথ বাংলার প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশত বার্ষিকির এই বছরে মানবকল্যাণে কিছু কাজ করতে পেরে ভালো লাগছে।
আমাদের YBCF এর এই কর্মসূচী সবসময় অব্যহত থাকবে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট