শোবিজ ডেস্ক :সম্প্রতি প্রকাশিত হলো লাকী আখন্দের সুরে এবং খুরশীদ আনোয়ারের লেখা ‘হৃদয় ‘শিরোনামের গানটি।
উল্লেখ্য এই গানটি ‘হৃদয়পুরে বৃষ্টি’ অ্যালবামের প্রকাশিত হয়েছিল। এবারে আবার নতুন করে রিমেক করা হয়েছে। এবং এই গানটির সংগীত পরিচালনা এবং ভিডিও নির্মাণে ছিলেন রেজওয়ান সাজ্জাদ।
তাহমিনা আফরিনের প্রথম একক অ্যালবাম ছিল ‘হৃদয়পুরে বৃষ্টি’ সেখানে চারটি গানের সুর করেছিলেন লাকী আখন্দ বিশেষ করে এই গানটি নিয়ে লাকি আখন্দ খুবই আশাবাদী ছিলেন । তিনি অসুস্থ হওয়ার ঠিক কিছুদিন আগে এই গানের কাজটি সম্পন্ন করেছিলেন । তাহমিনা আফরিন বলেন এই গানটি আমার নিজেরও অনেক পছন্দের তাই চেষ্টা করেছি এবার নতুন করে রেজওয়ান সাজ্জাদের কম্পোজিশনে নতুন আঙ্গিকে ব্যালেড স্টাইলে গাইতে l যেহেতু এবারে কম্পোজিশন রেজওয়ান সাজ্জাদ ব্যালেড স্টাইলে করেছে আশা করি সবার খুবই ভালো লাগবে।
ইউটিউবে প্রকাশিত হলো তাহমিনা আফরিনের “হৃদয় “
সম্পর্কিত পোস্ট