রিফাত রাহুল খাঁন:তরুণ প্রজন্মের ব্যস্ততম অভিনেত্রী নাঈমা আলম মাহা৷ এই ঈদে” বায়ুচড়া” নামের একটি নাটকে সালাউদ্দিন লাভলু ; মাহা ও চঞ্চল চৌধুরীকে একসাথে দেখা যাবে। নাটকটি বৃন্দাবন দাসের রচনা ও সালাউদ্দিন লাভলু’র পরিচালনায় প্রথমবারের মত এ নাটকে কাজ করেছেন মাহা।
নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী মাহা জানান;সালাউদ্দিন লাভলু ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। তার নির্মাণে কাজটি বেশ ভালো হয়েছে । আমার স্বামীর চরিত্রে চঞ্চল চৌধুরী। এ গল্পে দেখা যাবে আমাদের এক/ দুই মাস বিয়ে হয়েছে ; আমার স্বামীর গরমে মাথা অধিক গরম থাকে। কলসিতে পানি ভরে নিয়ে চলে যেন; একটু পর পর পানি ঢেলে ঢেলে মাথা ঠান্ডা করতে পারে। সে রাতে ঘরের ভিতর ঘুমায় না; বাহিরে বিছানা করে ঘুমায়। এ বিষয়ে নতুন বউ কিছু জানে না.. সে স্বামীর এই স্বভাবে খুব বিরক্ত হয় । এ রকম কেন করে সে বাপের বাড়ী চলে যায় সেই দুঃখে স্বামী আরও চওড়া হয়ে উঠে…পরবর্তীকালে ঘটনা অন্যরূপ নেয়….এমনি গল্পে নাটক “বায়ুচড়া। ” নাটকটি আগামীকাল ঈদের ২য় দিন চ্যানেল আইতে সন্ধ্যা ৭ঃ৪০ মিনিটে সরাসরি প্রচার করা হবে।