রিফাত রাহুল খাঁন :ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরী। একজন সফল সংগঠক ও নারী উদ্যোক্তা৷ আজ তার জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে তিনি জানান ; জন্মদিন বিশেষ একটি দিন। এবার করোনা মহামারীর জন্য বিশেষ কোন পরিকল্পনা নেই। দিনটি পরিবারকে ঘিরে নিজের মত করেই কাটাতে চাই।
সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়৷ করোনা মুক্ত পৃথিবী হয়ে উঠবে ইন শাহ আল্লাহ এটাই প্রত্যাশা করছি৷ উল্লেখ্য ;ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন বঙ্গবন্ধুর আদর্শও চেতনায় উজ্জীবিত শিল্প ও সংস্কৃতি কর্মীদের নিয়ে একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং অনেক সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে যাচ্ছে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন।
ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরী’র জন্মদিন আজ
সম্পর্কিত পোস্ট