আসন্ন ঈদের জন্য কামরুল হাসান ফুয়াদ নির্মাণ করলেন এক ঘণ্টার নাটক ‘রং ইনফরমেশন’। নাটকটি লিখেছেন সোহেল রানা। মেহরাব ড্রিমসের নিবেদনে নাটকটির প্রযোজক মিন্টু খান। উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর এবং মডেল জাকিয়া মুন।
নাটকটিতে আরও রয়েছেন আনোয়ার হোসেন, জান্নাতুল অনন্যা অপ্সরা, তাসফিয়া তাস্ফিসহ আরও অনেকে। তানভীর জানান, ‘নাটকটিতে আমি তুষার চরিত্রে এবং ঊর্মি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া মুন। এই ঊর্মি মেয়েটির রং ইনফরমেশনের কারণে ছেলেটির (আমার) চাকরি চলে যায়। তার জীবনে দুঃসময় নেমে আসে।
এক সময় মেয়েটিকে বিয়ে করে প্রতিশোধ নিতে চায় ছেলেটা। মেয়েটি নিজের ভুল বুঝতে পারে।
জাকিয়া মুন বলেন, ‘নাটকটির স্ক্রিপ্ট চমৎকার। আমি ঊর্মি নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শক পছন্দ করবেন। ’