শোবিজ ডেস্ক :
শুটিং সম্পূন হলো এম এ মোমিন ও সুচিত্রার ডুয়েট গান আকাশে নীল নীল তারার মেলার। এম এ মোমিন এর নিজের সুর সংগীত পরিচালনায় ও গানের কথা লিখেছেন ইঞ্জিনিয়ার শামসুল আলম এবং সংগীত আয়োজনে কে এইচ রিপন। গানটিতে মোমিনের সাথে মডেল হিসাবে প্রথমবারের মতো দেখা যাবে নবাগতা অপ্সরাকে। করোনা কালীন সময়ে সীমিত পরিসরে ঢাকা অদূরে বিলাসবাড়ী রিসোর্টে স্বাস্থ্যবিধি মেনেই পরিচালনা হয় শুটিং হাউসের কার্যক্রম। এই গানের ভিডিও ডিরেকশন দিয়েছেন মাসুম মনিরুজ্জামান। আগামী ঈদের সময়ে গানটি রিলিজ করা নিজেশ্য ইউটিউব চ্যানেল স্যাম মাল্টিমিডিয়ার ব্যানারে। আমরা শিল্পী ও কলাকৌশলীর সার্বিক সাফল্য কামনা করছি।
এম এ মোমিনের নতুন গানে অপ্সরা
সম্পর্কিত পোস্ট