‘প্রেমবাজ’ শিপন মিত্র

শোবিজ ডেস্ক :সম্প্রতি ঈদকে সামনে রেখে এটি এন বাংলার জন্য নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘প্রেমবাজ’। নাটকটি রচনা করেছেন মির্জা রাকিব। পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকি। এরইমধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। নাটকটিতে ‘প্রেমবাজ’র চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র। এতে তার বিপরীতে আছেন মৌমিতা মৌ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সাগর সিদ্দিকী, মেঘলা আক্তার, সাজন, সায়লা’সহ আরো অনেকে।
নাকটির গল্প প্রসঙ্গে সাদেক সিদ্দিকী বলেন,’প্রেমবাজ’ শিপনের শর্টকাটে বড় লোক হবার জন্য বড় লোকের মেয়েদের সঙ্গে প্রেম করা নিয়েই এগিয়ে যায় প্রেম বাজ নাটকের গল্প।’ এ প্রসঙ্গে চিত্রনায়ক শিপন মিত্র বলেন, এর আগেও সাদেক সিদ্দিকী ভাইয়ের পরিচালনায় বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। আর তার কাজ করতেও ভীষণ ভালোলাগে। নাটকে নাম ভূমিকায় অভিনয় করছি আমি। যে কারণে কাজটি নিজে থেকেই অনেক আন্তরিকতা নিয়ে করেছি।
মৌমিতা মৌ বলেন, আমি সাদেক সিদ্দিকী ভাইয়ের নির্দেশনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছি। তার নির্দেশনায় ‘প্রেমবাজ’ নাটকটি দ্বিতীয় কাজ। তার ইউনিটে কাজ করার মধ্যে ভালোলাগার বিষয় হলো এই যে মনেহয় পারিবারিক আবহে কাজ করছি। সে কারণে কাজ করাটাও বেশ উপভ্যোগ্য মনে হয়। ধন্যবাদ আন্না ভাবী’সহ পুরো ইউনিটকে। মৌমিতা আরো জানান, সৈকত নাসির পরিচালনায় গত শনিবার থেকে ব্যস্ত ছিলেন ‘বর্ডার’ সিনেমার কাজ নিয়ে। এতে তার বিপরীতে আছেন সুমন ফারুক।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট