রিফাত রাহুল খাঁন :শিল্পীদের সব মৌলিক গান দিয়ে সাজানো এনটিভি এর
“গাইবো গান আমিও ” অনুষ্ঠানে নিজেদের মৌলিক গান গেয়েছেন এ সময়ের জনপ্রিয় দু’জন কন্ঠ শিল্পী আশিকুজ্জামান বনি এবং সাদিয়া লিজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন এ সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমি মৌ। অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে ৭ই এপ্রিল রাত ৯টায়, এনটিভির পর্দায়। আশা করি দর্শকের খুব সুন্দর কিছু সময় উপহার দিবেন গুনি এই শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।
ছবি : শিল্পী বনির সৌজন্যে।