টুটুল চৌধুরীর মোটিভেশনাল শর্টফিল্ম ‌”দ্যা বিলিফ”

শোবিজ ডেস্ক :অভিনেতা টুটুল চৌধুরী রচিত ও পরিচালিত শীঘ্রই আসছে ছোট চলচ্চিত্র “দ্যা বিলিফ”।
একজন অভিনেতার অপরিহার্য গুণ কোনটি। কোন বিশেষ গুণের কারণে একজন অভিনেতা তার স্বীয় সত্ত্বা বিলীন করে নতুন একটি সত্ত্বায় আবির্ভূত হতে পারে, সেই বিষয়টির সন্ধানে এক ঝাঁক তরুণ থিয়েটারকর্মী।
এইরকম অনুসন্ধানমূলক কাজের উপর নির্মিত হয়েছে “দ্যা বিলিফ” চলচ্চিত্রটি।
সম্প্রতি রুশদা স্টুডিওতে “দ্যা বিলিফ” এর শুটিং শেষ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
থিয়েটার স্কুলের দ্বাদশ ব্যাচের প্রথম স্থান অধিকারী অভিনেতা টুটুল চৌধুরী বিলিভ করেন “দ্যা বিলিফ” শর্ট ফিল্মটি থিয়েটার ওয়ার্কশপে অভিনয় প্রশিক্ষণ কাজে প্রদর্শিত হতে পারে।
এই শর্ট ফিল্মটিতে অভিনয় করছেন মোস্তাফিজ, ফাহামিদা, বৈদ্যনাথ ও সায়াহ্নিকা থিয়েটারে এক ঝাঁক থিয়েটারকর্মীর সাথে পরিচালক টুটুল চৌধুরী নিজেও।
টুটুল চৌধুরী অভিনীত ছোট চলচ্চিত্র “মালা ভাবি” ২০১৯ সালে রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ শর্ট ফিল্ম এর সম্মান অর্জন করে, সেই সাথে টুটুল চৌধুরী শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কৃত হয় উল্লেখ্য উক্ত উৎসবে তৌকির আহমেদ তার “ফাগুন হওয়া”র জন্য শ্রেষ্ঠ পরিচালকের তকমা গ্রহণ করে।

“এম এম থিয়েটার” প্রযোজিত ” দ্যা বিলিফ” শর্টফিল্মটি দেশে-বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রেরণ করা হবে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট