গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
শুক্রবার সংগঠনটির সভাপতি অভিনেতা ওমর সানীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হক পলাশ। কার্যনির্বাহী কমিটির সদস্য নজরুল রাজ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জিনিয়ার এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল ও জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর। প্রসঙ্গত ০৬ ফেব্রুয়ারি বিএফডিসিতে অনুষ্ঠিত হয় ফিল্ম ক্লাবের নির্বাচন। উৎসবমুখর এ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা ওমর সানী। পাশাপাশি তার সঙ্গে প্যানেলের সবাই জয় পেয়েছেন।