শোবিজ ডেস্ক :ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে লুৎফর হাসান ও মৌমিতা বড়ুয়ার গান ” তোমায় দেখব বলে। “গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান নিজেই৷ গানটির সংগীত আয়োজন করেছেন আমজাদ হোসেন। লুৎফর হাসান জানান; মৌমিতার কন্ঠে অন্যরকম এক মাদকতা আছে। যারা ভালো গান শুনতে চান ; এ গানটি তাদের জন্য৷ মৌমিতা বড়ুয়া জানান; ” আমি লুৎফর হাসান ভাইয়ার লেখার ভক্ত; সেইসঙ্গে তার সুরের মূর্ছনায় ভক্ত হয়েছি বহুবার। স্বপ্ন ছিল তার লেখা ও সুরে গান গাওয়ার। আশা করছি ; গানটি সকলের ভালো লাগবে।
দর্শকমহলে প্রশংসিত লুৎফর হাসান ও মৌমিতা বড়ুয়া’র গান ” তোমায় দেখব বলে”
সম্পর্কিত পোস্ট