শোবিজ ডেস্ক :তরুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা’র নতুন মিউজিক ভিডিও “বসন্ত কাছে এলো” প্রকাশ পাচ্ছে আগামীকাল । বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার তারেক আনন্দের কথায়, ব্যাপক সাড়া জাগানো সুরকার ও কম্পোজার সজীব দাসের সুর ও সঙ্গীতে এবং ইজাজ খান স্বপনের ভিডিও সম্পাদনায় বসন্ত উপলক্ষে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল “পুষ্পিতা অফিশিয়াল” (Pushpita Official) থেকে আগামীকাল সন্ধ্যা ৭ টায় প্রকাশ পাচ্ছে গানটি।
এ গানটির ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন ইজাজ খান স্বপন
এ প্রসঙ্গে গীতিকার বলেন, “পুষ্পিতার জন্য এই গানটি লিখতে পেরে খুব ভাল লেগেছে। দর্শক শ্রোতাদের গানটি পছন্দ হলেই আমার শ্রম সার্থক হবে। ”
শিল্পী পুষ্পিতার মতে, “গানটির কথা, সুর ও কম্পোজিশন আমার মন ছুঁয়ে গেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করি দর্শক-শ্রোতাদের গানটি ভাল লাগবে।”