দর্শকমহলে ‘পরী’ হয়ে আসছেন লাক্স সুপারস্টার মিম মানতাসা

শোবিজ ডেস্ক :তরুণ নির্মাতা রাশেদ শামীম স্যাম নির্মাণ করছেন শিশুতোষ চলচ্চিত্র ‘পরী’। গত সোমবার (৮ ফেব্রুয়ারী) সাভারের বিরুলিয়ায় তিনি ছবিটির দৃশ্যধারণ সমাপ্ত করেছেন। শেষ দিনের শুটিংয়ে অংশগ্রহণ করেন মডেল-অভিনেত্রী মিম মানতাসা এবং চিত্রনায়ক আমান রেজা। এ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তারা।

রাশেদ শামীম ছবি প্রসঙ্গে বলেন, ‘পরী’ আমার স্বপ্নের প্রজেক্ট। আমাদের দেশে শিশুদের জন্য কাজ করা হয় না বললেই চলে। আমি তাদের জন্য এমন কিছু করতে চেয়েছি যা বড়দেরও ভালো লাগবে। ‘পরী’ চরিত্রে অভিনয় করেছেন নবাগত নওরীন। এ শিশুতোষ চলচ্চিত্রে বিশেষ কিছু চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী, মিম মানতাসা, আমান রেজা, লারা লোটাস, দিলারা জামান, মোমেনা চৌধুরী, আবু হুরায়রা তানভীর, নাহিদ সুলতানা লেমন প্রমুখ।

মিম মানতাসা বলেন, আমি ছবির মূল চরিত্র ‘পরী’র বড়বেলার চরিত্রে অভিনয় করেছি। স্বল্প সময়ের জন্য হলেও কাজটি করে ভালো লেগেছে। শুটিংয়ে আমরা বেশ মজা করেছি। শিশুদের নিয়ে নির্মিত ছবির অংশ হতে পেরে ভালো লাগছে।

আমান রেজা বলেন, এর আগে আমি ভারতে স্বস্তিকা মুখার্জীর সাথে একটি শিশুতোষ ছবিতে কাজ করেছি। বাংলাদেশে এটিই প্রথম শিশুতোষ চলচ্চিত্রে কাজ। আমি বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছি। স্যাম একজন প্রতিভাবান নির্মাতা। তার সাথে কাজ করে আরাম পেয়েছি। আশা করি দর্শকের ছবিটি ভালো লাগবে।

জানা গেছে, ছবির মূলভাবনা নির্মাতা স্যামের। সুমন মজুমদারের রচনায় ছবিটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা স্বয়ং। পোস্ট প্রডাকশনের কাজ শেষ করে চলতি বছর ছবিটি মুক্তি দেয়া হতে পারে। দুইজন পথশিশুর জীবনের গল্পের উপর ভিত্তি করে ছবির কাহিনী গড়ে উঠেছে।

প্রসঙ্গত, রাশেদ শামীম স্যাম ইতোপূর্বে আবির খানের সাথে যৌথভাবে নির্মাণ করেন ‘পোস্টমাস্টার ৭১’। সে ছবিতে অভিনয় করেন চিত্রনায়ক ফেরদৌস, মৌসুমী, অমিত হাসান প্রমুখ।

ছবি সংগৃহীত

সদ্য প্রকাশিত

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

সম্পর্কিত পোস্ট