শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন সুবর্ণা নওয়াদীর

রিফাত রাহুল খাঁন ;শোবিজ ডেস্ক :২৯শে জানুয়ারি ২০২১ রাজধানীর হোটেল সোনার গা এ অনুষ্ঠিত হলো
স্টার প্লাস কমিউনিকেশন এওয়ার্ড ২০২১ প্রদান অনুষ্ঠান। এবছর শিক্ষা ও সংস্কৃতি ক্যাটাগরিতে এওয়ার্ড পেয়েছেন
সুবর্না নওয়াদীর।
সুবর্না ১৪ বছরের বেশি সময় ধরে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করছেন। একদিকে উপস্থাপনা এবং সেইসাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় মেধার প্রমাণ করেছেন.
২০০৬ সালে এটিএন বাংলার রিয়ালিটি শো তারকাদের তারকার মাধ্যমে টেলিভিশনে কাজ করা শুরু করেন। মেধাবী সুবর্না ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে শিক্ষকতায় যোগ দেন। বর্তমানে তিনি মালেশিয়ার বাইনারী বিশ্ববিদ্যালয় এ পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন.
সুবর্না নওয়াদীর ছোট বেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভার সাক্ষর রেখে অনেক পুরস্কার অর্জন করেন। এর মধ্যে
এটিএন তারকাদের তারকা ২০০৬
বাবিসাস এওয়ার্ড
সাঁকো টেলিফিল্ম এওয়ার্ড (২ বার)
নৃবাগী এওয়ার্ড
জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার
জাতীয় শিশু পুরস্কার,
বিশ্ব সাহিত্য পুরস্কার উল্লেখযোগ্য।
সুবর্না অনুষ্ঠান উপস্থাপক হিসেবে এটিএন বাংলা,একুশে টেলিভিশন এ কাজ করেছেন এবং বর্তমানে চ্যানেল আই এ কাজ করছেন।

এছাড়াও তিনি UNICEF এ সাবেক শুভেচ্ছাদূত (শিশু),শিশু শিল্পি, বাংলাদেশ বেতার এ দীর্ঘদিন কাজ করেছেন.

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট