শোবিজ ডেস্ক :উদ্বোধনী অনুষ্ঠানে তারা
জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎবোধন উদ্ধোধন হয়ে গেল ঢাকা শহরের সুন্দর ফুডকোর্ট ‘ফ্লেভাস অন ফায়ার’। অনুষ্ঠানটি উৎবোধন করেন রংধনু গ্রæপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, অভিনেতা ফেরদৌস, কন্ঠশিল্পী হায়দার হোসেন, এস আই টুটুলসহ মিডিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্ধোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধায় গান পরিবেশন করেন এস আই টুটুলসহ, দিনাত জাহান মুন্নী ও হায়দার হোসেন। ৩০০ ফুটে স্বদেশ প্রপার্টিজের ভেতরে এই ফুডকোর্টটি অব¯ি’ত। এ প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘আমি গানের মানুষ। গানকে সঙ্গে নিয়ে এই ফুডকোর্টের ব্যবসাটি শুর“ করতে যা”িছ। আমরা ফুডকোর্টটি নতুন করে সাজানোর চেষ্টা করেছি। এখানে আমরা রেখেছি মাল্টিপল কুজিন। অনেক ধরনের খাবারের সমারোহ থাকছে এখানে। কোনো দোকানের খাবারের সঙ্গে এখানের মিল নেই। এ ছাড়া আমরা চেষ্টা করেছি পারিবারিক একটি পরিবেশ তৈরি করতে। যেখানে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর পরিবেশে আড্ডা ও মজার মজার খাবার খেতে পারবে। এই ফুডকোর্টের লাইভ গান বাজনার আয়োজন। আমরা সুন্দর একটি স্টেজ তৈরি করেছি এখানে। যাতে গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।’ তিনি আরও বলেন, ‘এই বছর আমার নতুন কিছু গানের পরিকল্পনা আছে। গানটা আবারও পুরোদমে শুর“ করব ভাবছি।’
যাত্রা শুরু করলো ফুডকোর্ট ‘ফ্লেভাস অন ফায়ার’
সম্পর্কিত পোস্ট