অনলাইন ভিত্তিক নাচের রিয়েলিটি শো স্বপ্নসিড়ি’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

বাংলাদেশের প্রথমবারের মত অনলাইন ভিত্তিক নাচের রিয়েলিটি শো স্বপ্নসিড়ি এর জমকালো গ্র্যান্ড ফিনালে গত ১৬ ই জানুয়ারি (শনিবার) আগারগাঁও লায়ন্স টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এই অনলাইন রিয়েলিটি শোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের শিশু-কিশোরদের অপ্রকাশিত বিরল প্রতিভাকে খুঁজে বের করে তাদের একটি প্লাটফর্ম দেয়া, যেখানে তারা তাদের প্রতিভাকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে পারবে। এই রিয়েলিটি শো দুটি গ্রুপে বিভক্ত ছিল।

দেশীয় প্রতিযোগিরা ছাড়াও বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল এই ডান্স রিয়েলিটি শোতে।

করোনাকালীন সময়ে একঝাঁক তরুণদের ক্ষুদ্র প্রয়াসে ঢাকা মতিঝিল অর্কিড লিও ক্লাবের উদ্যোগে ও ঢাকা মতিঝিল এর অর্কিড লায়ন্স ক্লাবের সার্বিক সহযোগিতায় ২০২০ সালে এর পথ চলা শুরু হয়।

বাংলাদেশ ও দেশের বাইরে থেকে ১০,০০০ প্রতিযোগীর নাচের ভিডিও জামা পড়ে। অভাবনীয় সাড়া পাওয়ায় বৃহৎ পরিসরে বিকশিত হয়। সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে এর মধ্য থেকে দুই গ্রুপ থেকে ৮০জন নির্বাচন করা হয়।

প্রতিযোগীদের অসাধারণ প্রতিভা কঠোর পরিশ্রম ও একাগ্রতার সমন্বয়ে তা চ্যালেঞ্জিং পর্যায়ে উপনীত হয়। এভাবে দুই গ্রুপের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪০ জন থেকে ১৪ জনে উপনীত হয়। বিভিন্ন গ্রুমিং, প্রশিক্ষণ দিয়ে এদের এগিয়ে নিয়ে যাওয়া হয় দশজনকে। প্রত্যেকটি পর্বে দেশের ও বিদেশের নৃত্য জগতের খ্যাতিমান তারকাদের দারা বিচারকার্য করা হয়।
অত্র অনুস্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ও লিও জেলা ৩১৫ বি২ এর নেতা বৃন্দ।

প্যানেল বিচারক হিসেবে ছিলেন মতিঝিল অর্কিড লিও ক্লাবের লিও শামীম, ইনা, ববি,অনামিকা, লক্ষি ও সুমাইয়া। ১০ জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা নির্বাচন করেন বাংলাদেশের খ্যাতিমান নৃত্য তারকা এম আর ওয়াসেক, ওয়ার্দা রিহাব, মেহেবুবা মেহেনুর চাঁদনী, ও আনিসুল ইসলাম হিরু।

গ্রুপ কঃ
চ্যাম্পিয়ন -আজরা আকিন
১ম রানারআপ -সেঁজুতি শহীদ স্নেহা
দ্বিতীয় রানার আপ -স্বস্তিকা ভৌমিক
দ্ব
তৃতীয় রানারআপ -নিশান মজুমদার
চতুর্থ রানারআপ -নওশীন মুহা ও অনুশ্রী রানী দাশ

গ্রুপঃ খ
চ্যাম্পিয়ন – প্রিন্তি দে
১ম রানারআপ- আর্পন নাথ ও আফিফা আরিফ
২য় রানারআপ- সৃজনী বর্মন দিঘী ও সৈয়দ আশিকুজ্জামান মুন্না
৩য় রানারআপ- অর্পিতা জোয়ার্দার ও দেবযানী রায়
৪র্থ রানারআপ- হুমায়রা হোসেন টুকটুকি

স্বপ্নসিঁড়ির 2020 এই প্রতিযোগিতার আয়োজনে মতিঝিল অর্কিড লিও ক্লাবের সদস্যগণ ছিল সচেস্ট। ক্লাব থেকে প্রোগ্রম এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন লিও শারমিন জুয়াইরিয়া জাহিদ এবং প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লিও আরিফ হোসেন শামীম। সার্বিক সহযোগিতা পালনে মতিঝিল অর্কিড লিও ক্লাব।

পৃষ্ঠপোষকতায়-লা পিকাসো,কায়ানাত মেকওভার,মাসুদ রনি মেকওভার,ফ্রেশ ফুড,ফুড ফেশটিভ,কেকারি,ফিটন্স ক্রিয়েশনস,আনজারা,ফাইবার, এসেফট গ্রুপ,আমিন সন্স,ঐতিহ্য,নন্দন কলা কেন্দ্র,নৃত্যবৃতি,রেইন মিউজিক।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট