এবারই প্রথম মিলনের সঙ্গে সামিনা বাশার

বিনোদন প্রতিবেদক : অভিনেতা আনিসুর রহমান মিলন, সামিনা বাশার, চিত্রনায়ক আশিক চৌধুরী, সানজিদা ইসলাম ও মাসুম বাশার প্রথমবার এক সঙ্গে কাজ করলেন বিশেষ নাটক ‘আফটার ব্রেক-আপ’। শুক্রবার ঢাকার অদূরে ৩০০ ফিটে নাটকটির দৃশ্যধারণ হয়। আজম খানের রচনায় নাটকটি পরিচালনা করেন এমদাদুল হক খান।

নাটকের গল্পে দেখা যাবে, মিলন বড় লোকের ছেলে ভালোবেসে রিনি নামের একটি মেয়েকে। পারিবারিক কারণে মিলনের সাথে তার ব্রেক-আপ হয়। রিনিকে মিলন এতোটাই ভালোবাসতো যে বিচ্ছেদ মেনে নিতে পারে না যার জন্য উন্মাতের মতো আচারণ করে। একটা পর্যায়ে মিলনের সুস্থতার জন্য ডাক্তারে পরামর্শ অনুযায়ী বাসা পরিবর্তন করে তার বাবা গ্রামের বাড়ি চলে যান। সঙ্গে ডাক্তার ও তার স্ত্রী যান। মিলন গ্রামে যাবার পর চিকিৎসায় সুস্থ হয়। হঠাৎ একদিন মিলনের বাবার কাছে রিনির ফোন আসে। মিলনের জীবনে কি রিনি ফিরবে নাকি আবারও হারিয়ে যাবে? এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে।

এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘ব্রেক-আপ হলে মানুষ যে শুধু আঘাত প্রাপ্ত হয় শারীরিকভাবেই তা কিন্তু নয় মানসিক ভাবেও আঘাত পায়। সেই আঘাত কিছু কিছু সময় বড় আকার ধারন করে। কেউ যখন কাউকে ভালোবাসে সে তখন মনে মানুষটাকে লালন করে। সেই মানুষটা দূরে চলে গেলে প্রচন্ড রকমের আঘাত পায়। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগে। কেউ কখনো কখনো উন্মাদ হয়ে যায়। এ রকম সমস্যা নিয়েই ‘আফটার ব্রেক-আপ’ নাটকের গল্প। ভালো লাগছে কাজটি করে। এই গল্পের উপস্থাপন একটু ভিন্ন। আশা করছি দর্শকের পছন্দ হবে।’

সামিনা বাশার বলেন, ‘প্রথমবার মিলন ভাইয়ের বিপরীতে কাজ করলাম। সহশিল্পী হিসেবে সে অনেক হেল্প করেছে। প্রতিটি দৃশ্যে সংলাপ বলতে সহযোগিতা করেছেন। নাটকের গল্পটিও ভালো। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে। এমন ভালো একটি গল্পে কাজের সুযোগ দেওয়ার জন্য পরিচালক এমদাদুল হক খান ভাইক ধন্যবাদ।আমার বিশ্বাস দর্শকের নাটকটি ভালো লাগবে।’

নির্মাতা জানান, মিরাকী প্রযোজিত বিশেষ নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

সদ্য প্রকাশিত

এতিম, প্রতিবন্ধী, অসহায়ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্বপ্নীলের ঈদ উপহার

বিনোদন প্রতিবেদক১৯ এপ্রিল রোজ বুধবার রাত ৮টার সময় রাজধানীর ভি, অাই,পি রোডে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়দের মাঝে গিফট বক্স বিতরণ কার্যক্রম শুরু...

টিকটকার ও মডেল মহিমা চৌধুরীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদকঃমডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস শোবিচ দুনিয়ার নতুন কোন ঘটনা নয়। বিভিন্ন সময় মডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও...

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

সম্পর্কিত পোস্ট