মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সিনেমা, নাটকের শুটিং শুরু হয়েছে। বিরতি ভেঙে ইতিমধ্যে অনেকে কাজে ফিরেছেন। এবার শুটিংয়ে ফিরলেন শিরিন শিলাও।
আজ (২১ অক্টোবর) গাজীপুর জেলার পূবাইলে ‘চান মিয়ার আংটি বদল’ নামের নতুন একটি বিশেষ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন শিরিন শিলা। এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান।নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে শিরিন শিলা বলেন,যেহেতু অভিনয় আমার পেশা, তাই অভিনয় থেকে তো আর দূরে থাকা যাবে না। কিছুদিন আগে থেকেই নতুন কাজের প্রস্তাব পেয়ে আসছি। তাই চিন্তা করলাম স্বাস্থ্যবিধি মেয়ে যতটুকু সম্ভব কাজ শুরু করি।আর ‘চাঁন মিয়ার আংটি বদল’ নাটকটির গল্প কমেডি ধাঁচের ফ্লেভার হলেও, সুন্দর একটি গল্পের নাটক তাই কাজটি করতে রাজি হয়েছি এক কথায়।আমার সহশিল্পী জাহিদ হাসান ভাই একজন গুণী শিল্পী তার সঙ্গে অভিনয়ের সুযোগটা হাতছাড়া করতে চাইনি। আশা করি নাটক দর্শকের ভালো লাগবে।
নির্মাতা শেখ সেলিম জানান, শুটিং শেষ হলেই শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।