শোবিজ ডেস্ক :সোনিয়া আক্তার লাজুক একজন মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। নাটক, সিনেমা, বিজ্ঞাপন ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন তিনি। “বেল নাই” শিরোনামের একটি গানের মডেল হলেন তিনি
গতকাল গানটির স্যুটিং শেষ হয়েছে রাজধানীর তিনশ ফিট ও দিয়াবাড়ীতে।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শেখ আশিক। ক্যামেরায় ছিলেন জিসান। রূপসজ্জার কাজ করেছেন এম এ সাগর রানা।
মডেল হিসেবে সোনিয়া আক্তার লাজুকের বিপরীতে ছিলেন এমডি রিয়াদ তালুকদার। ডান্স ডিরেক্টর হিসেবে নির্দেশনা দিয়েছেন রুমি ।
আসছে পূজার আগেই গানটি ইউটিউবে মুক্তি দেয়া হবে জানান লাজুক।
বেল নাই শিরোনামের একটি গানের মডেল হলেন সোনিয়া আক্তার লাজুক । সোনিয়া আক্তার লাজুক একজন মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। নাটক, সিনেমা, বিজ্ঞাপন ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেনগানটি সম্পর্কে লাজুক বলেন, গানটি নৃত্য নির্ভর। আধুনিক ড্রেসাপে আমাকে উপস্থাপন করা হয়েছে। গানটি নিয়ে আমি আশাবাদী। আশা করি দর্শকদের ভাল লাগবে। এবং দর্শক মজা পাবে ।
অতি সম্প্রতি “তোমার জন্য এ মন“ শিরোনামের আরেকটি গানের মডেল হয়েছিলেন সোনিয়া আক্তার লাজুক।
ঢাকার অদূরে সোনারগাঁয়ে শুটিং শেষ হলো মিউজিক্যাল ফিল্ম ‘তোমার জন্য এ মন’ এর ।
‘যদি চাঁদ হতাম’ শিরোনামে শিল্পী ইকবাল হোসেন রুবেল এর কথা ও সুরে গানটির উপর নির্মিত হয় মিউজিক্যাল ফিল্মটি, গানটিতে কন্ঠ দেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত মডেল অভিনেত্রী ও শিল্পী সঞ্চিতা দত্ত ।
“বেল নাই” এর পাশাপাশি “তোমার জন্য এ মন“ শিরোনামের গানটি ও এই পূজায় প্রকাশিত হবে বলে জানা যায় ।