শোবিজ ডেস্কঃ তরুণ প্রজন্মের ব্যস্ততম অভিনেত্রী তামান্না সরকার। প্রথনবারেরমত বড়পর্দায় কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘কি করে বলবো প্রিয়তমা’। মাহি কথাচিত্রের ব্যানের ছবিটি পরিচালনা করবেন আব্দুল মান্নান।বুধবার (১৪ অক্টোবর) এফডিসিতে ছবিটির মহরত হয়।
প্রথমবারের মত বড়পর্দায় কাজ করা প্রসঙ্গে তামান্না জানান; দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করা হলেও এবারই প্রথম রূপালী জগতে পদার্পণ করলাম। আমার স্বপ্ন সত্যি হলো.. অবশেষে মনে হলো স্বপ্ন পূরণ হতে চলছে। ছবিটির গল্পও বেশ চমৎকার । চরিত্রটিও ভালো। আশা করবো এট ছবিটি দর্শকদের গ্রহণযোগ্যতা পাবে। বড়পর্দায় কাজ করে দর্শকদের মনে স্থান করে নিতে চাই।