রীতু বড়ুয়া’র “জানিনা কখন অগোচরে ” ইউটিউবে প্রকাশিত

গীতিকার নিবাস বড়ুয়ার কথায় অশোক চৌধূরী’র সুরে আর অনুজিত বড়ুয়া লিমন ও নিখিলেশ বড়ুয়া’র সঙ্গীতায়োজনে অতি সম্প্রতি ‘জানি না কখন অগোচরে’ শিরোনামে একটি গান আপলোড করা হয়েছে গীতিকার নিবাস বড়ুয়া’র ইউটিউব চ্যানেলে।
গানটি গেয়েছেন তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী রীতু বড়ুয়া। শিল্পী রীতু বড়ুয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এই গানটির জন্যে একজীবন কৃতজ্ঞতা আমার পিতৃতুল্য দু’জন মানুষ বরেণ্য কথাসাহিত্যিক ও গীতকবি শ্রদ্ধেয় নিবাস বড়ুয়া আংকেল এবং বরেণ্য সুরকার এবং অসম্ভব গুণী শিল্পী, যন্ত্রশিল্পী, অশোক চৌধুরী আংকেল, উনারা দু’জনে উনাদের এই সুন্দর সৃষ্টির অংশীদার আমায় করেছেন বলে। যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি এতোটুকু গাইতে পেরেছি আমার দু’জন প্রিয় দাদাভাই অন্যতম গুণী যন্ত্রশিল্পী অনুজিত বড়ুয়া লিমন ও নিখিলেশ বড়ুয়া দাদারা, যাদের কাছে প্রতিনিয়ত শিখে চলেছি, অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাই।’
গীতিকার নিবাস বড়ুয়া জানায়, তার লেখা আরও বেশ কয়েকটি
গান তার ইউটিউব চ্যানেলে শীঘ্রই আসবে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট