শোবিজ ডেস্ক :ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেন ৬ পর্বের একটি খন্ড নাটকে। শিরোনাম ‘পর্দার আড়ালে’। পৌষি ও জাহান নিবেদিত ওশান গার্ল মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটি নির্মাণ করেছেন চিত্রপরিচালক শামীমুল ইসলাম শামীম।
এতে মারজুক-মৌসুমী ছাড়া আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, সাদমান সামীর, আসমা ঝিলিক, জুঁই ইসলাম, বরিশালের বাদল, অনুভব, ইমরান হাসো, কাকন, ইয়াসমিন, আমিনুল প্রমুখ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় নাটকটি ওশান গার্ল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে ৬ পর্বের খন্ড নাটকের প্রথম পর্ব অবমুক্ত করা হয়। বাকি পর্বগুলো ধারাবাহিক ভাবে প্রকাশ পাবে।
লিংক সহ : https://youtu.be/l_1g00GPIUw