রিফাত রাহুল খাঁনের একান্ত সাক্ষাৎতকারে ফ্যাশন জগতের ব্যস্ততম মডেল নিহাফ খাঁনের মিডিয়া ক্যারিয়ারের নানাদিক ফুটে উঠেছে ফিল্মফ্লিক্সের বিনোদন পাতায় –
১. মিডিয়াতে কাজ করার ইচ্ছে কি ছোটবেলা থেকেই ছিল?.
উত্তর – মিডিয়াতে কাজ করার ইচ্ছেটা আমি যখন ক্লাস ৯ম স্রেনিতে পড়তাম তখন থেকেই ইচ্ছেটা তৈরি হয় ঢাকা শহরে অনেক বড় বড় বিলবোর্ড দেখে আর আমার অনেক বন্ধু-বান্ধব আমাকে ইন্সপায়ার করছে যে তুই মিডিয়াতে কাজ কর তোর হাইট ভালো তুই কিছু করতে পারবি ঠিক তখন থেকেই ইচ্ছেটা আমার অনেক বেশি আর আমি অনেক ছোট থেকে একটু স্টাইলিশ ভাবে চলাফেরা করতে খুব পছন্দ করতাম
২. মিডিয়াতে কত বছর যাবৎ কাজ করা হচ্ছে?.
উত্তর- মিডিয়াতে কাজ করি আমি 2017 থেকে প্রায় 3 বছর
৩. কাজের শুরুটা সম্পর্কে কিছু জানতে চাই-
উত্তর – কাজের শুরুটা বলতে গেলে আমার কাজের শুরু থেকে অনেক মানুষ জড়িত সেখানে অনেক মানুষের নাম না বললেই নয় প্রথম হচ্ছে আমার ফ্রেন্ড মিঠুন ওর সাথে যখন পরিচয় হয় তখন আমি তার কাছে মিডিয়ায় কাজ করার ইচ্ছেটা বলি যে আমার মিডিয়াতে কাজ করার খুব ইচ্ছে . আর আমার একটা ফ্রেন্ড আছে আরমান 2012 না 2013 তে একটা ক্যামেরা কিনেছিল . তখন মিঠুন আমাকে বলে আরমানের কাছে ক্যামেরা আছে আপনি তার ক্যামেরা দিয়ে কিছু ভালো ভালো ছবি তুলে আমাকে দিন আমাদের অফিসে ভালো ডিরেক্টর আছে তাদের কাছে ছবি দিয়ে দেখি যে কিছু হয় কিনা . মিঠুন জব করতো হচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের তো মোটামুটি অনেকের সাথে পরিচয় ছিল.
দেন মিথুন আমাকে পরিচয় করিয়ে দেয় তার অফিসের ডিরেক্টরের সাথে যেটা তার নাম হচ্ছে মাসুদ জাকারিয়া সবিন ভাই আমার সাথে পরিচয় হওয়ার পরে তিনি আমাকে নিয়ে অনেকগুলো কাজ করেন . SABIN ভাই আমাকে একদিন ফোন দিয়ে বলে একটা কাজ আছে ছোট্ট একটি আউটলেট অপেনিং এর ফ্যাশন শো OMAR সাথে কন্টাক কর রামপুরা ফ্যাশন-শো হবে আর তোকে 3000 টাকা দিবে . সালটা ছিলো 2016 শো টা সিল Lotto
শো শেষে সবার সাথে পরিচয় করিয়ে দিল ওমর ভাই পরিচয় হয় ইমু ভাই এর সাথে অর্পিতা আপুর সাথে জলি আপু সাথে তানিয়া আপুর সাথে মামুন ভাইয়ের সাথে সেদিন পরিচয় হই পরে আমাকে ইমু ভাই দেখে বলে তুমি প্রথম কাজ করছো শোতে ? আমি বলি জি ভাই পরে আমার অনেক প্রশংসা করল যে তুমার হাটা ভালো যোগা যোগ রেখো . Then মাস খানিক পরে আমার ফ্যামিলির কিছু পারিবারিক ঝামেলার জন্যও প্রায় এক বছর মিডিয়ার কারোর সাথেই কোনো ধরনের যোগা যোগ করা হইনি মিডিয়াতে কাজ করার ইচ্ছেটা একদম এই মরে গিয়েছিলো । then 2017 এর আগস্ট এর দিগে একদিন আমার বন্ধু মিথুন আমকে call দিয়ে বলে যে আমাদের এই খানে প্রাণ আর আফ এল এর winner competition হচ্ছে তুই এসে অডিশন দিয়ে যা পরে আমি যাই অডিশন দেই সিলেক্ট হই প্রাই 4000 হাজার প্রতিযোগীতার মধ্য থেকে 20 জন সিলেকট করেন । পরে বুলবুল টুম্পা আপু আমাদের গ্রুমিং করায় গ্রূমিং এর কিছুদিন পরেই finally হই winner champion হই আমি । তখনই আবার আমার স্বপ্ন জেগে উঠলো যে না এখন কিছু একটা করা যায় । পরে আবার ইমু ভাই কে knock দেই যে ভাইয়া আমি কাজ করতে চাই ইমু ভাই বলল ওকে জানাবো তার কিছু দিন পরেই আসাদ ভাই আমকে knock দিল একটা শো এর জন্য ফ্রি আসি কিনা ? আমি বললাম জি ভাইয়া আমি ফ্রি আসি এই ভাবেই স্টার্ট হই ফ্যাশান মিডিয়াতে কাজ করা
৪. মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগীতা কতটুকু ছিল?.
উত্তর ,- আমি কলেজ লাইফ থেকেই ইভেন্ট এর কাজ করতাম টুকটাক তখন থেকেই আমার ফ্যামিলির সব্বাই আমকে ওই ভাবে বিশ্বাস করেন যেন আমি যাই করি না কেন ভালো কিছু করবো
যখন মিডিয়া কাজ করি নিউজ পেপার এ ছবি আসে বা টিভি তে দেখাই তখন আমার বাবা মা আমার বোন আমার ভাই সব্বাই অনেক খুশি এবং প্রাউড ফিল করেন
আমার ফ্যামিলি আমকে যতেষ্ট পরিমাণের সহযোগিতা করেছেন সব চেয়ে বেশি আমার বড় ভাই
৫. মিডিয়াতে নতুন যারা মডেলিং করতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি উপদেশ দিতে চাও?.
উত্তর – মিডিয়াতে নতুন যারা মডেলিং করতে আসতে চায় তাদের উদ্দশ্যে আমি বলতে চাই সবকিছুর একটি শিক্ষার দরকার আর মডেলিং সেক্ষেত্রে একটি শিক্ষা কর্মশিক্ষা দরকার । তার জন্য আপনারা নিজেকে এজে মডেল হিসেবে তৈরি করতে হবে গ্রোমিং স্কুল আছে বর্তমানে অনেকগুলো স্কুলে ভর্তি হন নিজেকে ওরকম ভাবে ফিট রাখুন পরিচর্যা করুন নিজের গ্ল্যামার কে ঠিক রাখুন । একটি নতুন মডেলের জন্য গ্রমিং খুবই প্রয়োজন আপনি আপনার এক্সপ্রেশন থেকে শুরু করে ওভারঅল আপনি শিখতে পারবেন আপনার আপনার ফিউচারের অনেক কাজে আসবে ।
৬. পড়াশুনা সম্পর্কে জানতে চাই
উত্তর – পড়াশুনা আমি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটি তে পড়তেছি আমার ভার্সিটির নাম হচ্ছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি মাত্র অনার্স কমপ্লিট করলাম
৭ প্রিয় রঙ কি? প্রিয় রং ব্ল্যাক হোয়াইট এন্ড ব্লু
প্রিয় অভিনেতা? অভিনেতা বলতে গেলে সর্বপ্রথম অবশ্যই বলতে সালমান শাহ আর এখন বর্তমান আছে চঞ্চল চৌধুরী
..প্রিয় অভিনেত্রী? অভিনেত্রী পূর্ণিমা এবং জয়া আহসান
..প্রিয় খাবার? প্রিয় খাবার হচ্ছে কাচ্চি বিরিয়ানি আর ফইন্নি আর পাস্তা
৮. উল্লেখ্যযোগ্য অন্যতম কাজগুলো কি কি??.
* অনেকগুলো ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করছি৷
৯….জীবনে মডেলিংকে পেশা হিসেবে গ্রহণ না করলে ; অন্য কি পেশা হিসেবে গ্রহণ করতে?.
উত্তর- শক ছিল সরকারি কর্মকর্তা কিছু হওয়ার লাইক ডিফেন্স
১০. অবসর সময়ে কি করা হয়??
উত্তর – বাসায় বেশিরভাগ সময় দেয়া হয় মুভি দেখি নাটক দেখি অনেক কিছু শেখার ট্রাই করি
১১.মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি??.
উত্তর – মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন অব্দি তেমন কিছুই নেই ইচ্ছে আছে ভালো একটা পজিশনে যাওয়ার বাকিটুকু আল্লার ইচ্ছে দেখা যাক কি হয়.
ছবি সংগৃহীত