নুসরাত ন্যান্সির শোবিজে পথচলা।

রিফাত রাহুল খাঁনের প্রতিবেদনে ফিল্মফ্লিক্সের বিনোদন পাতায় ফুটে উঠেছে নবাগত মডেল নুসরাত ন্যান্সির শোবিজ নিয়ে নানা স্বপ্ন –
১. মিডিয়াতে কাজ করার ইচ্ছে কি ছোটবেলা থেকেই ছিল?
-হ্যাঁ ছোট বেলার থেকেই ছিলো সুযোগ পাই নি এখন পেয়েছি কাজ এ লাগাচ্ছি।
২. মিডিয়াতে কত বছর যাবৎ কাজ করা হচ্ছে?.
-বছর হয় নি ছয় মাস হবে।
৩. কাজের শুরুটা সম্পর্কে কিছু জানতে চাই-

-আমি যখন স্কুল এ পরতাম ফেসবুক এ ওনেক ডিরেক্টর ভাইয়া আমাকে বলতেো তুমি মিডিয়া তে কাজ করো ভালো কিছু করতে পারবা তখন ফেমিলি কে বলতাম কিন্তুু রাজি হয়নি উল্টা ভয় দেখাতো তার পর কলেজ উঠার পর হঠাৎ এক ভাই এর পাশে পেয়ে একটা ফটোশুট করি এই থেকেই শুরু আর পিছে তাকাইনি এখন আলহামদুলিল্লাহ বাসার সবাই সাপোর্ট করে।


৪. মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগীতা কতটুকু ছিল?.
একদম ই ছিলো না লুকিয়ে শুরু হয় এখন যানেন সবাই আলহামদুলিল্লাহ এখন আমার কাজ দেখে সবাই খুশি আর ওনেক হেল্প করেন।
৫. পড়াশুনা সম্পর্কে জানতে চাই
Hsc Candidate
৬ প্রিয় রঙ কি? প্রিয় অভিনেতা?..প্রিয় অভিনেত্রী?.. প্রিয় খাবার??
প্রিয় কালার কালো; নীল। প্রিয় খাবার ফাস্টফুড। প্রিয় অভিনেতা সালমান শাহ।
প্রিয় অভিনেত্রী ফাতেহি নুরেহ
৭ . কি কি কাজ করা হয়েছে?
বেশ কয়েকটা ব্রান্ড এর ফটোশুট কয়েকটা নাটক টিভি এ কাজ করা হচ্ছে + মিউজিক ভিডিও ও আছে ৩টা।
৮…জীবনে মডেলিংকে পেশা হিসেবে গ্রহণ না করলে ; অন্য কি পেশা হিসেবে গ্রহণ করতে?.
-ব্যাংকার হওয়ার ইচ্ছে।

৯. অবসর সময়ে কি করা হয়??
-অবসর সময় ঘুমাতে ভালোবাসি ফ্যামিলির সাথে সময় কাটাতে ভালো লাগে রান্নাও করি মাঝে মধ্যে আর খুব ক্লোজ ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়া হয়।
১০.মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি??
-মিডিয়া নিয়ে আমার ওনেক ড্রিম নিজেকে ভালো ভাবে সবার মাঝে তুলে উঠাবো একদিন ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভালো ভালো কাজ করা ওই যে ফেমিলি সাপ্রট করতো না আমি চাই আমার কাজ দেখে আমার ফ্যামেলি গর্ব করুক।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট