শোবিজ অঙ্গনে মডেল ও অভিনেত্রী হিমি’র এগিয়ে চলা।

রিফাত রাহুল খাঁন:তরুণ প্রজন্মের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি৷ ছোটবেলা থেকে মিডিয়া নিয়ে চিন্তা না করলেও কচি কাঁচার মেলায় তিনি কবিতা পড়া; গান গাওয়া ও নাচ উপভোগ করতেন৷এরপর থেকে অভিনয় ভালো লাগত ; কিন্ত পেশা হিসেবে অভিনয় করবো এটা ভাবেননি। ছোটবেলায় তিনি শিক্ষক হতে চেয়েছিলেন।
তিনি জানান; রঙ আরটিভি ২০-২০ কালার্স মডেল সার্চ ২০১৪ কম্পিটিশন এ চ্যাম্পিয়ন হয়েই অভিনয়ে কেন্দ্রীয় চরিত্রে কাজ করা শুরু করি৷ এটা মূলত শোবিজে ছয় বছর যাবত কাজ করা হচ্ছে। প্রথম অভিনয় করেছিলেন বিটিভিতে একটা ম্যাগাজিন অনুষ্ঠানে শিশু শিল্পী হিসেবে৷ মিডিয়াতে কাজের শুরু থেকেই পরিবারের সহযোগীতা ছিল। তিনি বিবিএ ফিন্যান্স এন্ড মার্কেটিং এ তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। মিডিয়াতে নতুন যারা কাজে আসতে চান তাদের প্রসঙ্গে বলেন; অবশ্যই নীতিগতভাবে সৎ ও মানসিক প্রস্তুতি থাকতে হবে৷ এটা কঠোর পরিশ্রমের জায়গা৷ মিথ্যা কাজের প্রলোভন থেকে বিরত থেকে; পরিশ্রম করে কাজ করে এগিয়ে যেতে হবে।

তার পছন্দের রঙ হচ্ছে যেকোন উজ্জ্বল ও কালারফুল। প্রিয় খাবার তালিকায় বর্তমানে দুধ চা; কুকি ; চিপস ও চকোলেট। প্রিয় অভিনেতা-স্ট্রেভে কার্সেল; অভিনেত্রী টাটিয়ানা মার্সানী। মডেল না হলে প্রফেসর হতেন তিনি৷ তবে মডেলিং এর পাশাপাশি শিক্ষকতা করার ইচ্ছে রয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে পছন্দ করেন৷ অবসর সময়ে গান শুনতে ও সিরিয়াল দেখতে পছন্দ করেন । শোবিজ অঙ্গনে নীতি ও সততার সঙ্গে কাজ করে যেতে চান তিনি।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে হিমি জানান-বিজ্ঞাপন ও নাটক নিয়ে ব্যস্ত আছি৷ সম্প্রতি নাটক – অনলাইন শপিং; ওগো বধূ সুন্দরী ; বিয়ের প্রস্তুতি ; মাইন্ড গেম; লাভ এক্সপ্রেস;ডিজিটাল প্রেমিক ইত্যাদি। চলচ্চিত্র প্রসঙ্গে বলেন
-“বঙ্গবন্ধু বায়োপিক” চলচ্চিত্রটি নিয়ে খুবই আশাবাদী ।

সদ্য প্রকাশিত

এতিম, প্রতিবন্ধী, অসহায়ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্বপ্নীলের ঈদ উপহার

বিনোদন প্রতিবেদক১৯ এপ্রিল রোজ বুধবার রাত ৮টার সময় রাজধানীর ভি, অাই,পি রোডে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়দের মাঝে গিফট বক্স বিতরণ কার্যক্রম শুরু...

টিকটকার ও মডেল মহিমা চৌধুরীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদকঃমডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস শোবিচ দুনিয়ার নতুন কোন ঘটনা নয়। বিভিন্ন সময় মডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও...

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

সম্পর্কিত পোস্ট