শোবিজ ডেস্ক :তরুণ প্রজন্মের ব্যস্ততম মডেল অবন্তী আহমেদ রাণী। মডেলিং জগতে কাজ করে এগিয়ে যাচ্ছেন আপন গতিতে ।রেইন মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে
এফএ প্রীতম এর কথা ও সুর অনব সরকারের সংগীত আয়োজনে নীরব খানের কন্ঠে ” একটু ভালোবাসা” মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন করছেন। এ প্রসঙ্গে অবন্তী জানান; বেশ চমৎকার একটা গান। ভীষণ ভালো লেগেছে৷ আশা দর্শকের পছন্দ হবে।
আজ প্রকাশিত হলো অবন্তী’র ‘একটু ভালোবাসা”
সম্পর্কিত পোস্ট