বিনোদন প্রতিবেদকঃ এবার ভিডিও আকারে প্রকাশ পাচ্ছে ইমরানের “ভালোবাসা মরেনা” শিরোনামের গানটি। এটিতে ইমরানের সাথে কণ্ঠ দিয়েছেন বেবি নাজনীন। গানটি লেখা ও সুর করেছেন কবির বকুল। সংগীত আয়োজন করেছেন সৈয়দ সুজন। গানটির মডেল হয়েছেন প্রীতম খান এবং জারিন।ভালোবাসা মরেনা গানটির ভিডিও নির্মাণ করেছেন সলিট জাকির।কুয়াকাটার সুন্দর-মনোরম পরিবেশে গানটির শুটিং করা হয়।
এ প্রসঙ্গে সলিট জাকির বলেন, অনেক যত্নসহকারে তিন দিন ব্যাপি গানটির শুটিং করেছি। আশা করি সবার ভালো লাগবে।
ভালোবাসা মরেনা গানটির মডেল প্রীতম খান বলেন, অনেক সুন্দর একটি গান, আমি ও আমার কো আর্টিস্ট ‘জারিন’ দুজনই অনেক কষ্ট করেছি। ভিডিওটি যেভাবে ভালো হয় সেভাবে সব রকমের চ্যালেঞ্জ গ্রহন করেছি। আশা করি শ্রোতারা অনেক ভালো লাগবে। প্রতিটি কাজের পিছনে কিছু গল্প থাকে। তবে শ্রোতারা ভালোবেসে পাশে থাকলে তখনই স্বার্থকতা মনে হয়। খুব শীঘ্রই গানটি সাউন্ডটেক এর ব্যানারে অবমুক্ত করা হবে।