রিফাত রাহুল খান :নিঝুম রুবিনা নাটকে সরব হচ্ছেন। সামনে বেশকিছু একক নাটক নিয়া হাজির হবেন তিনি৷ ভালো গল্প পেলে নিয়মিত নাটকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি
এমদাদুল হক খানের পরিচালনায়” ইংলিশ ম্যান ” নাটকের শুটিং সম্পন্ন করছেন৷
নাটকের গল্পে দেখা যাবে ;
হাফিজ খুবই উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন ছেলে৷ একই গ্রামের মেয়ে নীলা৷ ৭ম শ্রেণী থেকেই নীলার সঙ্গে হাফিজের প্রেমের সম্পর্ক হয়৷ একটা সময় হাফিজ শহরে গিয়ে পড়াশুনা করে আবার গ্রামে ফিরে আসে। গ্রামে এসে সে সব সময় পড়াশুনা নিয়া ব্যস্ত থাকে আর ইংরেজিতে কথা বলতে থাকে কথায় কথায়। নীলা যখন কথা বলতে যায় তখন হাফিজ বলে আমায় পড়তে দাও। ইংরেজি পড়া নিয়া ব্যস্ত থাকে হাফিজ।
এ নাটকে নীলা চরিত্রে নিঝুম রুবিনা ও হাফিজ চরিত্রে আ.খ. ম হাসান৷ নাটকটি প্রসঙ্গে নিঝুম বলেন; নাটকটি কাজ করে বেশ ভালো লাগছে। আশা করব; দর্শকদেরও ভাল লাগবে। নাটকটি শীঘ্রই এটিএন বাংলায় প্রচারিত হবে।