শোবিজ ডেস্ক :নতুন একটি গান উপহার দিতে যাচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও জাকিয়া সুলতানা কর্ণিয়া। ‘চোখের কার্নিশে’ শিরোনামের গানটির কথা লিখেছেন মাহবুব রহমান।
সুর ও সংগীতায়োজন শামীম মাহমুদের।এর ভিডিওতে মডেল হয়েছেন অভিনেতা অন্তু করিম ও আরিয়ানা জামান। গানের দৃশ্যকল্প সাজিয়েছেন শাওন খান অর্ক। গানটির গীতিকবি মোহন ইসলাম নিজেই ভিডিও নির্দেশনা দিয়েছেন।
‘চোখের কার্নিশে’ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, চমৎকার একটি গানে কর্ণিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতারা উপভোগ করবেন।
নির্মাতা মোহন ইসলাম বলেন, গানের সঙ্গে মিল রেখে সুন্দর গল্প নিয়ে ভিডিও নির্মাণ করেছি। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী, সবার ভালো লাগবে।
অন্তু করিম বলেন, গল্পটা গতানুগতিক ধারার মাঝেই একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
নির্মাতা জানান, সম্প্রতি ‘চোখের কার্নিশে’র শুটিং সম্পন্ন হয়েছে পুবাইলের বিভিন্ন লোকেশনে। শিগগিরই গানচিত্র এম আর বেস্ট মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।