‘মান অভিমান’ ধারাবাহিক নিয়ে ৩ বছর পর নাটকে ফিরলেন নিসা

শোবিজ ডেস্ক :ছোট পর্দার অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাবরিনা সাফি নিসা। দীর্ঘ বিরতির পর গত বছর থেকে কাজ শুরু করেছেন।এদিকে গত বছর ফের নাটক ও নাচ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নিসা। তবে করোনার কারণে আবার বিরতিতে চলে যান চলতি বছরের মার্চ থেকে। এরইমধ্যে নাটক ও চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে।

শুটিং শুরু করেছেন ‘গুলশান এভিনিউ’খ্যাত এ অভিনেত্রীও। প্রায় তিন বছর পর ধারাবাহিক নাটকের মাধ্যমে কাজে ফিরেছেন তিনি। দীপ্তি টিভির ‘মান অভিমান’ ধারাবাহিকে সম্প্রতি যুক্ত হয়েছেন তিনি। নাটকটি পরিচালনা করছেন আশীস্ রায়। এ বিষয়ে নিসা বলেন, ৩ বছর পর ধারাবাহিক নাটক শুরু করলাম। মেয়ে হবার কারনে ৩ বছর গ্যাপ ছিলো। কিন্তু এই ৩ বছরে অন্যান্য টুকটাক কাজ করেছি। আসলে নিজেকে ঠিকমতো প্রস্তুত না করে ধারাবাহিকে কাজ করার ইচ্ছা ছিলো না। তাই ধারাবাহিকে কাজ করিনি। তবে খণ্ড নাটক করেছি এরমধ্যে। এছাড়াও হানিফ সংকেতের সঙ্গে নিয়মিত কাজ করছি। এ ধারাবাহিকের অভিনয় বিষয়ে নিসা বলেন, আমি এরইমধ্যে শুটিং শুরু করেছি। শুটিংয়ের অভিজ্ঞতা এক কথায় দারুণ। কারণ এত গোছানোভাবে কাজ আমি আগে কখনও করিনি। সব কিছু সময়মতো হচ্ছে। নিয়মমাফিক হচ্ছে। তাই কাজ করে ভালো লাগছে। এই মাসের শেষে আমার কাজগুলো প্রচারে আসবে। আসলে এখানে নেতিবাচক চরিত্রে কাজ করছি। চ্যালেঞ্জের একটা বিষয় আছে। এদিকে এ ধারাবাহিকের বাইরে বেশ বেছে বেছে খণ্ড নাটকের কাজ করছেন নিসা। তিনি বলেন, সত্যি বলতে আমি খুব বেশি কাজ করতে চাই না। মনের মতো হলেই কেবল কাজ করবো।

সদ্য প্রকাশিত

জমকালো আয়োজনে উদ্বোধন হলো “সানভিস বাই টনি” খুলনা আউটলেট

নাজমুল হুদা তৌকির : আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হলো সানভিস বাই টনি এর...

রাউন দ্যা ক্লক সিনেমা’র উন্নয়ন চান হাবিবুল ইসলাম হাবিব

বিনোদন প্রতিবেদক : ফিল্ম ও মিডিয়ার লোকজন ছাড়াও আমরা সবাই জানি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব অনেক...

গোপনে বিয়ে করলেন নায়িকা জয়া চৌধুরী

বাংলা চলচ্চিত্রের "ফুলবানু " খ্যাত চলচ্চিত্র নায়িকা জয়া চৌধুরী। এবার গোপনে বিয়ে করলেন তিনি৷ সম্প্রতি ভোরের চেতনা পত্রিকা নায়িকার ঘনিষ্ঠজনের নিকট থেকে...

‘১৯৭১ সেইসব দিন’র মুক্তি ১৮ আগস্ট

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো পরিচালনা করছেন সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমা। এরইমধ্যে শেষ...

সম্পর্কিত পোস্ট