ফাতেমার স্বপ্ন পূরণ‌ ; ১ লাখ পরিবারে খুলনা অনলাইন শপিং।

নাজমুল হুদা তৌকির: রাজধানী ঢাকার পরে এখন জমজমাট হয়ে উঠেছে খুলনার অনলাইন কেনা বেচা। শিল্পনগরী খুলনার সবথেকে জনপ্রিয় কেনাকাটার মাধ্যম এখন ‘খুলনা অনলাইন শপিং’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রয় বিক্রয়ের এই গ্রুপটি খুলনা সহ সারাদেশে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। গ্রুপটি ইতিমধ্যেই এক লক্ষ মেম্বারে পদার্পণ করেছে। 

এখন থেকে মাত্র দেড় বছর আগেই গ্রুপটির পথচলা শুরু হয়। গ্রুপে সাধারণত বিক্রেতারা তাদের বিভিন্ন পণ্য বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকেন। পরবর্তীতে সেই পণ্যটি দেখে ক্রেতার পছন্দ হলে বিক্রেতাকে অনলাইনে জানানো হয়। বিক্রেতা পণ্যটি ক্রেতার কাছে কুরিয়ার করে অথবা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকেন।
এ প্রসঙ্গে ‘খুলনা অনলাইন শপিং’ এর কর্ণধার ও স্বতাধিকারী “ফাতেমা আফরোজ” বলেন, কঠোর পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্যোক্তাদের সাথে নিয়ে এমন একটি জায়গায় পৌছাতে পারলাম। সত্যিই আজ আমার স্বপ্ন পূরণ হল। এই গ্রুপের মাধ্যমে অনেক মেয়েদের আয়ের পথ তৈরি হলো । নতুন নতুন উদ্যোক্তারা তাদের দেখে অনেক অনুপ্রাণিত হবে। গ্রুপে বর্তমানে ডিসকাউন্ট মেলা চলছে । প্রতিটি বিক্রেতা তাদের পণ্যের উপর ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যের উপর ডিসকাউন্ট দিয়ে থাকবে আগামী সাতদিন পর্যন্ত ।

এ প্রসঙ্গে ফাতেমা আরো বলেন, ইচ্ছা ছিল ১ লক্ষ্ মেম্বার হওয়ার পরে খুব বড় পরিসরে একটি গেট টুগেদার পার্টি করব। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সেটা আর করতে পারলাম না। আমরা আমাদের অ্যাডমিন টীম ও মডারেটরদের সাথে নিয়ে খুব স্বল্প পরিসরে ও ঘরোয়া পরিবেশে একটি কেক কেটেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীতে গ্রুপের সবাইকে নিয়ে খুব বড় পরিসরে একটি পার্টির আয়োজন করব।

       

ফাতেমা আফরোজ গ্রুপের সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন গ্রুপকে এই জায়গায় নিয়ে আসার জন্য।
সকলের দোয়া ও ভালবাসা নিয়ে তিনি আগামীতে খুলনাবাসীর জন্য আরো ভালো কিছু উপহার দিতে চান ।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট