বিনোদন প্রতিবেদক:রিলিজ হলো শামীমা আলম চিনুর টেলিফিল্ম এর আরেকটি গান ধোঁয়া ধোঁয়া এই আকাশ । গানটি শিল্পী
গীতিকার, সুরকার হিসেবে কাজ করেছেন শামীমা আলম চিনু নিজে।
সংগীত নির্দেশনা দিয়েছেন রাফি মোহাম্মদ। মডেল হিসেবে কাজ করেন আসিফুর রহমান ।
বরাবরের মত গানটি রিলিজ হওয়া মাত্রই অনলাইনে ব্যাপক সাড়া পড়ে।
ঢাকার বিভিন্ন লোকেশন দিন ব্যাপী গানটির শুটিং করা হয় । খুব শীঘ্র টেলিফিল্ম রিলিজের পরিকল্পনা চলছে। একাকীত্ব নামের টেলিফল্ম চিত্রনাট্য তৈরী করেন আপন অপু। মূল ভূমিকায় অভিনয় করেন চিত্রনায়ক দীপ, অভিনেতা ও মডেল আসিফুর রহমান, ট্রিনা, টিপু ও শামীমা আলম চিনু ।
এ প্রসন্গে সংগীত শিল্পী চিনু
বলেন, আমি সমাজে একটা মেসেজ দেবার জন্য সব সময় কাজ করে যাচ্ছি।
এবার ও তার ব্যতিক্রম নয়। আমরা লক্ষ্য করলে দেখতে পারি, বর্তমান সমাজে ছোট বড়দের অসম প্রেম, ইললেগাল অ্যঅফেয়ারর্স এসব ছড়িয়ে পরছে। আমি চাই এসব বন্ধ হোক তাই প্রতিনিয়ত অসম ছোট বড় অসম প্রেমের কাহিনী আমার গানের মাধ্যমে তুলে ধরি।
ধোঁয়া ধোঁয়া এই আকাশ গানটি সময় উপযোগী গান হয়েছে। আশা করছি সবার ভাল লাগবে।