চলচ্চিত্র পরিচালক মাসুদ আজাদ আর নেই ।

শোবিজ ডেস্ক ঃ চলচ্চিত্র পরিচালক মাসুদ আজাদ আজ ভোর ৫টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।( ইন্নালিল্লাহে ইন্না ইলাইহি রাজিউন) । এই প্রতিবেদককে কিছুক্ষণ আগে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী সাথী আজাদ।
সাথী আজাদ জানান, ” ভোররাতে পরিচালক মাসুদ আজাদ তার বুকে ব্যথা অনুভব করলে তাকে সাথে সাথে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যেই তিনি ইহকাল ত্যাগ করেন। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিচালক মাসুদ আজাদ একজন মেকআপ আর্টিস্ট থেকে চলচ্চিত্র পরিচালক হন। তার প্রথম ছবি ” বস্তির সম্রাট ” এই ছবি দিয়েই প্রথম ক্যামেরার সামনে এসে বড় পর্দায় নাম লেখান চিত্রনায়িকা চমক তারা। যদিও ছবিটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। পরবর্তীতে এই পরিচালক আরো বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তুুতি নিলেও একটি ছবির ও নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি। তার একমাত্র মুক্তিপ্রাপ্ত ছবির নাম ” আই এম রাজ “। এই চলচ্চিত্রে নবগত চিত্রনায়ক রাজ ইব্রাহিমের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন, চিত্রনায়িকা জয়া চোধুরী।
পরিচালক মাসুদের মৃত্যুতে বিএফডিসি চলচ্চিত্রপাড়ায় শোকের ছায়া নেমে আসে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট