নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন “শিপন-সালওয়া” ।

নাজমুল হুদা তৌকির: চিত্রনায়ক শিপন মিত্র ‘দেশা- দ্য লিডার’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে দর্শক পরিচিতি পান। এছাড়া মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন।সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শিপন।ছবির নাম ‘বীরত্ব’।ছবিটি চিত্রনাট্য,সংলাপ ও পরিচালনা করবেন সাইদুল ইসলাম রানা।এতে শিপনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া।

নতুন ছবি নিয়ে শিপন বলেন, মহামারি করোনার কারণে দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়নি। অবশেষে আজকে বীরত্ব নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলাম।এতে আমার চরিত্রটিও একটু ভিন্ন। গল্পটা শুনেই খুব পছন্দ হয়েছে। এই ছবির গল্পে দর্শক ড্রামা,অ্যাকশন থ্রিলারধর্মী সবকিছু দেখতে পারবেন।দর্শকের উপভোগ করার মতো একটি ছবি হতে যাচ্ছে বলে ‘বীরত্ব’ আমি মনে প্রাণে বিশ্বাস করি।

নতুন এ সিনেমা নিয়ে নবাগত সালওয়া বলেন, অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে কথা হচ্ছিলো। করোনার কারণে যেহেতু আমি সিলেটে ছিলাম এবং পুরোপুরি স্ক্রিপ্টের কাজও শেষ হয়নি তখন। সেভাবে কোনো কিছুই আগায়নি। স্ক্রিপ্টের কাজ শেষ হওয়ার পর পড়ি। গল্প এবং আমার চরিত্রটি বেশ ভালো লেগেছে। তাই রাজি হয়ে যাই।

পরিচালক সাইদুল ইসলাম রানা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আমার আগামী অক্টোবর মাস থেকে বীরত্ব সিনেমার শুটিং শুরু করবো।

বীরত্ব ছবিটি প্রযোজনা করছেন শুক্লা বনিক এবং নির্বাহী প্রযোজক হিসেবে আছেন রঞ্জুন দক্ত ও তুষার এইচ তুর্য।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট