আসছে দোলন দে ও আনন্দ খালেদের ‘মেন্টাল পেন্ডামিক’

শোবিজ ডেস্ক :লকডাউইনের মধ্যে গত পহেলা মে ‘আমাদের জন্য আমরা’ স্লোগানকে ধারণ করে গঠিত হয় ফেসবুক গ্রুপ ‘ইউটিউবার বিডি’। গ্রুপটি ইতোমধ্যে অনলাইনে সাম্প্রতিক বিষয় নিয়ে সরাসরি আলোচনা, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যসন্ধ্যাসহ নানা আয়োজন করেছে। এর সদস্যরা স্বাধীনভাবে ১০টি প্রযোজনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতারা।
সেই ধারাবাহিকতায় তারা সম্প্রতি প্রথম প্রযোজনার শুটিংয়ের কাজ শেষ করেছে। নারী-পুরুষের সম্পর্কের জটিল রসায়ণ, কল্পনা আর বাস্তবের তালমিল সহ নানা চমকে সাজানো হয়েছে ‘মেন্টাল পেন্ডামিকে’র গল্পটি। মেন্টাল পেন্টামিক রচনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ও আনন্দ খালেদ। পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন দোলন দে ও আনন্দ খালেদ।প‌রিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ জানান, স্বাধীনতার অপব্যবহার নয়, বরং স্বাধীন ভাবে মৌলিক ও নান্দনিত সব সৃষ্টকর্মে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজস্ব পরিচিত গড়ে তোলা ইউটিউবার বিডির অন্যতম লক্ষ্য। ‘আমাদের জন্য আমরা’এ শ্লোগানে পহেলা মে লকডাউনের মধ্যেই কয়েকজন সৃজনশীল মানুষের ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‘ইউটিউবার বিডি’।গ্রুপটি অনলাইনে সাম্প্রতিক বিষয় নিয়ে সরাসরি আলোচনা, সংগীতানুষ্ঠান, নৃত্যসন্ধ্যাসহ নানা আয়োজনে নিজেদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মৌলিক এ গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রযোজনাটি খুব তাড়াতাড়ি ইউটিউবার বিডির নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট