বিনোদন প্রতিবেদক: তরুণ নির্মাতা আকতারুল আলম তিনু এবার নির্মাণ করতে যাচ্ছেন এ্যাকশন-থ্রিলার ধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ফাইনাল মিশন’ “।
আকতারুল আলম তিনু বলেন, “ফাইনাল মিশন” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মূলত একটি গ্যাং গ্রুপের উত্থান ও পতনের গল্প নিয়ে গড়ে উঠেছে। যা দেখে দর্শকরা রোমাঞ্চ শিহরণ অনুভব করবেন। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বেশ কিছু দৃশ্যে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ভিএফএক্স। “ফাইনাল মিশন” রচনা ও পরিচালনার দায়িত্ব পালন করছেন তরুণ নির্মাতা নিজে।
তরুণ বাংলা টিভির প্রযোজনায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল খান, স্বর্ণা মণি, চলচ্চিত্র অভিনেত্রী প্রিয়াংকা ইসলাম, চলচ্চিত্রের খলনায়ক ডন, সাংবাদিক /অভিনেতা আহমেদ সাব্বির রোমিও, মার্শাল সবুজ খান সহ বেশ কিছু নতুন মুখ।
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রগ্রহণ করছেন জুলকার আহমেদ সায়েম, শিল্প নির্দেশক মাসুদ রানা এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছে সারিব হাসান।
নির্মাতা সূত্রে জানা যায়, আগামী মাসে তরুণ বাংলা টিভির ইউটিউব চ্যানেলে এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি রিলিজ দেয়া হবে।