নাজমুল হুদা তৌকির: এবার ছোটপর্দায় পা দিয়েছেন এ সময়ের ব্যস্ততম উপস্থাপিকা মৌসুমী মৌ। আজ বিকাল ৪.৩০ মিনিটে চ্যানেল আইতে ইমপ্রেস টেলিফিল্মের ঈদের টেলিছবি অগ্নি-সফলে তাকে অভিনেত্রী হিসাবে দেখা যাবে। ছবিটি নির্মাণ করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকী।
এই টেলিছবিতে আরো অভিনয় করেছেন আফজাল হোসেন,ইয়াশ রোহান, ফারহানা মিঠু, তৌফিকুল ইসলাম ইমন, পৌশাল প্রমুখ।
দেশের বেসরকারি টিভি চ্যানেল গুলোতে তাকে নিয়মিত উপস্থাপনায় দেখা যায়।উপস্থাপনার পাশাপাশি ইতিমধ্যে বেশ কিছু বিজ্ঞাপনের কাজ ও করেছেন এই অভিনেত্রী।