শোবিজ ডেস্ক:এ প্রজন্মের ব্যস্ততম মেকআপ আর্টিস্ট সাগর রানা। তবে মেকআপ আর্টিস্ট নয়; এবার মডেল রূপে ভিন্নরূপে একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। এই ঈদে সাগর রানা এবং জান্নাত রোজকে নিয়ে প্রকাশ পেল পাংকু জামাই। পাংকু জামাই গানের কন্ঠ দিয়েছেন শেখ রাশেদ। গানের কথা ও সুর করেছেন তরুন সিং। গানটি সঙ্গীতায়োজন করেছেন মাসুম। গানের ভিডিও পরিচালনা ছিলেন জাকির হোসেন জয়। গানের মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে বক্স বাংলাদেশ ইউটিউব চ্যানেল-এ।পরিচালক জানান, গানটি সত্যি অসাধারণ। ঈদে বক্স বাংলাদেশ ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে গানটির ভিডিও। সবাইকে গানটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।গানটি প্রসঙ্গে সাগর রানা জানান, গানের কথা গুলো অসাধারণ। সুন্দর লোকেশনে গানের সুটিং করা হয়েছে। পরিচালক খুব যত্ন নিয়ে গানটি করেছে। আশা করি সবার ভালো লাগবে।