নাজমুল হুদা তৌকির: করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন সবকিছু বন্ধ থাকলেও এবার বড় পর্দার শুটিং শুরু হতে যাচ্ছে। সম্প্রতি অভিনেত্রী আরশি হোসেন নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন। পরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর ‘সবুজ ছায়া’ চলচ্চিত্রে তাকে নায়িকা হিসেবে দেখা যাবে।
অন্যদিকে আরশি অভিনীত ‘সত্যিকারের মানুষ’ ও ‘বাজে ছেলে দ্যা লোফার’ মুক্তি পেয়েছে অনেক আগেই। এখন তিনি কাজ করছেন অহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ ছবিতে। এই পরিচালকের ‘কোভিড নাইনটিন ইন বাংলাদেশ’ ছবিতেও তার কাজ করার কথা চূড়ান্ত হয়ে আছে। ‘রোহিঙ্গা’ ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায়।
কোরবানি ঈদের পর এই ছবিটির সম্পূর্ণ কাজ শুরু হবে।