নাজমুল হুদা তৌকির: এবার একুশে টেলিভিশনে চলচ্চিত্রের সর্বশেষ খবরা-খবর নিয়ে অনুষ্ঠান সিনে হিটস এ অতিথি হিসাবে দেখা যাবে বড় পর্দার জনপ্রিয় চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে।মুক্তিপ্রাপ্ত এবং মুক্তি প্রতিক্ষিত বিভিন্ন চলচিত্রের খোঁজ-খবর নিয়ে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি।এছাড়া হলিউড, বলিউড এবং দেশী চলচ্চিত্রের টপচার্টসহ জনপ্রিয় চলচ্চিত্রের চুম্বক অংশ এবং গান দেখানো হয় অনুষ্ঠানটিতে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও প্রযোজনা করছেন ইশরাফিল শাহীন। খুব শীঘ্রই একুশে টেলিভিশনে এ অনুষ্ঠানটি প্রচারিত হবে।