নাজমুল হুদা তৌকির: সম্প্রতি চ্যানেল আই ডিজিটালের নিয়মিত অনুষ্ঠান “ইয়াং স্টার” উপস্থাপনা করছেন। ইয়ামাহা নিবেদিত রাজু আলীম প্রযোজিত বিভিন্ন পেশার আইকন ও তারকাবহুল এই অনুষ্ঠানটি নানজীবার ব্যতিক্রমী উপস্থাপনা ও চটকদার প্রশ্নের জন্য ইতোমধ্যে হাজারো দর্শনের চাহিদার তালিকায় জায়গা করে নিতে সফল হয়েছে।
নানজীবা জানান, “যখন আমি ক্যামেরার পিছনে কাজ করি তখন সবার কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিই। কিন্তু যখন আমি স্ক্রিনে আসি তখন আমি কিছুটা আত্নকেন্দ্রিক হয়ে যাই। কারণ ক্যামেরার সামনে যে কাজ করে তার কর্তব্যটা ঠিক মত পালন করা উচিত। তার উপরে গোটা প্রোডাকশনের আউটপুট নির্ভর করে”।
অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতি বিকেল ৪ টায় চ্যানেল আই’র ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে সম্প্রচার করা হয়।