করোনামুক্ত হাফিজসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার

অবশেষে সমাপ্তি ঘটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও মোহাম্মদ হাফিজের মধ্যকার এক অদৃশ্য লড়াইয়ের। এবার ক্রিকেট বোর্ডের করোনা পরীক্ষার মাধ্যমেই ‘কোভিড-১৯ নেগেটিভ’ প্রমাণিত হয়েছেন হাফিজ। তিনদিনের মধ্যে দ্বিতীয় কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় তাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে পিসিবির প্রথম করোনা পরীক্ষায় যখন পজিটিভ হন, তার পরদিনই নিজ উদ্যোগে আবারও টেস্ট করান তিনি। সেখানে দেখা যায় কোভিড-১৯ নেগেটিভ হাফিজ। কিন্তু তার এই পরীক্ষার ফল মানতে রাজি হয়নি পিসিবি। তাই পুনরায় আরও দুইবার পরীক্ষা করিয়েই করোনামুক্ত জানানো হয়েছে হাফিজকে।

শুধু হাফিজ একা নন, পিসিবির করা তৃতীয় পরীক্ষার মাধ্যমে করোনামুক্ত হয়েছেন আরও পাঁচ ক্রিকেটার। তারা হলেন ফাখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান এবং ওয়াহাব রিয়াজ। এর সবাই তিনদিনের মধ্যে দ্বিতীয়বার কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন।

ফলে এখন আর তাদের ইংল্যান্ডে যেতে কোন বাধা নেই। গত ২৮ জুন প্রথমবার কোভিড-১৯ নেগেটিভ হওয়া ১৮ ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ড চলে গেছে পাকিস্তান দল। এবার তাদের সঙ্গে যোগ দেবেন করোনামুক্ত হওয়া এ ছয় ক্রিকেটার।

হাফিজ-ওয়াহাবরা করোনামুক্ত হলেও এখন চার খেলোয়াড়সহ পাকিস্তান ক্রিকেটের পাঁচ করোনা আক্রান্ত রয়েছেন। তারা হলেন হারিস রউফ, হায়দার আলি, কাশিফ ভাট্টি, ইমরান খান এবং ম্যাসিয়ার মালাং আলি।

সদ্য প্রকাশিত

জমকালো আয়োজনে উদ্বোধন হলো “সানভিস বাই টনি” খুলনা আউটলেট

নাজমুল হুদা তৌকির : আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হলো সানভিস বাই টনি এর...

রাউন দ্যা ক্লক সিনেমা’র উন্নয়ন চান হাবিবুল ইসলাম হাবিব

বিনোদন প্রতিবেদক : ফিল্ম ও মিডিয়ার লোকজন ছাড়াও আমরা সবাই জানি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব অনেক...

গোপনে বিয়ে করলেন নায়িকা জয়া চৌধুরী

বাংলা চলচ্চিত্রের "ফুলবানু " খ্যাত চলচ্চিত্র নায়িকা জয়া চৌধুরী। এবার গোপনে বিয়ে করলেন তিনি৷ সম্প্রতি ভোরের চেতনা পত্রিকা নায়িকার ঘনিষ্ঠজনের নিকট থেকে...

‘১৯৭১ সেইসব দিন’র মুক্তি ১৮ আগস্ট

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো পরিচালনা করছেন সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমা। এরইমধ্যে শেষ...

সম্পর্কিত পোস্ট