নাজমুল হুদা তৌকির : এই সময়কার জনপ্রিয় মডেল লাকি হামিদ। ইতিমধ্যেই বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন। এটিএন বাংলায় প্রচারিত তরঙ্গ নাটকের মাধ্যমে হাতে ঘড়ি হলেও পরবর্তীতে নিয়মিত নাটকের কাজ করে গিয়েছেন। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর অভিনয়ে ও তাকে দেখা গিয়েছে।
দেশের বাইরে ও কলকাতায় জিপি ৪ জি স্মার্ট ফোন এর বিজ্ঞাপন তাকে দেখা গিয়েছে। এছাড়াও কলকাতার একটি ফ্যাশন মডেল শো এফ-এস-এস ফাইভ এ তাকে মডেল হিসেবে দেখা গিয়েছে।
দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের মডেল হিসেবেও তিনি নিয়মিত কাজ করেছেন।
এ প্রসঙ্গে লাকি হামিদ বলেন, করোনা এর জন্য বর্তমানে সব কাজ স্থগিত আছে। এ দুঃসময় তিনি বাসায় টিভি দেখে, গান শুনে এবং রান্না করে সময় পার করছেন। হাতে অনেকগুলা বিজ্ঞাপন ও নাটকের কাজ আছে যেগুলা পরিস্থিতি স্বাভাবিক হলে শেষ করবেন।
এই মহামারিতে তিনি সকলকে বাসায় থাকার অনুরোধ করেছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন।