রিফাত রাহুল খাঁন: সম্প্রতি বাংলাদেশের অন্যতম নৃত্যশিল্পী ও অভিনেত্রী মিম চৌধুরী অভিনীত এবং তাইফুর জাহান আশিক পরিচালিত ” ফরেন মাইয়া’ নাটকটি গ্লোবাল টিভি অনলাইন চ্যানেলে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে মিম চৌধুরী বলেন; নাটকটি নিয়ে দর্শকদের প্রচুর সাড়া পাচ্ছি। বেশ ভালো লাগছে। বর্তমানে করোনাকালীন সময়ে মিম চৌধুরী নিজ বাসাতেই অবস্থান করছেন। উল্লেখ্য;২০১৩ সালে ম্যাঙ্গোলী নাচো বাংলাদেশ নাচো’র প্রথম রানার্স আপ হন ‘মিম চৌধুরী। নাচের পাশাপাশি অভিনয়েও বেশ প্রশংসিত হন। মাহফুজ আহমেদ এর সহযোগীতায় অভিনয়ে মিমের অভিষেক ঘটে। মাহফুজ আহমেদ এর পরিচালনায় ‘ সরীসৃপ’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেম তিনি। এ টেলিছবিতে মিম ‘রাহা’ চরিত্রে মাহফুজ আহমেদ এর বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পান। এছাড়া শামীম শাহেদ পরিচালিত ‘জোছনার আলোয় চাঁদ; মাহফুজ আহমেদ এর ‘কেবলই রাত হয়ে যায়’ ও উড়ালপঙ্খী’এবং এস এ হূমায়ূন কবিরের ‘ তিমিরে ফোটায় ফুল’টেলিছবিতে অভিনয় করেন। সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘রেড ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।